বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৃষ্টিপ্রতিবন্ধিতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটির সূচনা করে। এতে সহায়তা করে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দি প্রিভেনশন অব ব্লাইন্ডনেস। এবার নারী-পুরুষ বৈষম্য ও চোখের স্বাস্থ্য বিষয়টিকে মূল প্রতিপাদ্য করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাণীতে বলেছেন, সাধারণ জনগণকে অন্ধত্ব প্রতিরোধে করণীয় সম্পর্কে জানাতে পারলে দেশে নিরাময়যোগ্য অন্ধত্বের হার অনেকাংশে কমে আসবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, বিশ্বে পরিহারযোগ্য অন্ধত্ব নিরসনে বিশ্ব দৃষ্টি দিবসের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
দিবস উপলক্ষে গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি সংস্থা চাইল্ড সাইট ফাউন্ডেশন সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে মূল প্রবন্ধে বলা হয়, ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধিতাই নিরাময়যোগ্য। ছানি বাংলাদেশে দৃষ্টিপ্রতিবন্ধিতার প্রধান কারণ।
0 comments:
Post a Comment