বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাসাঞ্জ বলেন, ‘উইকিলিকসের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তাদানকারী কোম্পানিগুলোর অর্থ গত ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অযৌক্তিক ও আইন-বহির্ভূতভাবে এ সহায়তা বন্ধ করায় তাদের রাজস্বের পরিমাণ শতকরা ৯৫ ভাগ কমে গেছে। এ কারণে আপাতত উইকিলিকসের গোপন বার্তা প্রকাশ বন্ধ রাখা হচ্ছে।’
অ্যাসাঞ্জ আরও বলেন, ‘আগামী বছর প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার জন্য আমাদের ৩৫ লাখ ডলার প্রয়োজন হবে। এ জন্য এ বছরের শেষের দিকে সাইটটি বন্ধ হয়ে যেতে পারে।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের চাপের কারণে দেশটির আর্থিক প্রতিষ্ঠান ভিসা, মাস্টারকার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও পেপাল উইকিলিকসে অর্থায়নের সুবিধা বন্ধ করে দিয়েছে।
0 comments:
Post a Comment