ফুওং জানান, সামুদ্রিক খাবারে তাঁর খুব অ্যালর্জি ছিল। ২০০৫ সাল থেকে তাঁর অ্যালার্জির সমস্যা ব্যাপকভাবে দেখা দেয়। আর অ্যালার্জির চূড়ান্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় ২০০৮ সালে, ‘অ্যালার্জির প্রভাবে আমার সারা শরীর চুলকাত। এতে সারা শরীরে লালচে দাগ হয়ে যায়। অ্যালার্জি কমাতে স্থানীয় একটি ফার্মাসি থেকে আমি ওষুধ খাই। ওষুধ খাওয়ার পর থেকে দাগ কমে গেলেও ধীরে ধীরে আমার শরীর এমন হয়েছে।’ তবে কোন ফার্মাসি থেকে ওষুধ নিয়েছিলেন সেটা তিনি বলতে পারেন না।
সূত্র : টেলিগ্রাফ, ডেইলি মেইল।
0 comments:
Post a Comment