এদিকে ঘটনার পর হত্যাকারীদের বিচার দাবিতে রিকশাচালকেরা শহরে বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল চারটার দিকে এক নারীসহ দুই যাত্রী নিয়ে রিকশাচালক হাসান যোগীপাড়া মহল্লায় আসেন। রিকশা থেকে নামার পর যাত্রীরা ভাড়া হিসেবে রিকশাচালককে পাঁচ টাকা দেন। চালক হাসান পাঁচ টাকা না নিয়ে সাত টাকা দাবি করেন। এ নিয়ে হাসানের সঙ্গে ওই যাত্রীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যাত্রীরা চালক হাসানকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। হাসানের অবস্থা গুরুতর হয়ে পড়লে তাঁরা পালিয়ে যান। ঘটনাস্থলেই রিকশাচালক হাসান মারা যান।
এ খবর ছড়িয়ে পড়লে শহরের রিকশাচালকেরা বিকেল সাড়ে পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা হাসানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিল শেষে জেলা রিকশাচালক সমিতির সভাপতি সোহরাব হোসেন বলেন, ‘একজন রিকশাচালক শরীরের ঘাম ঝরিয়ে যাত্রী বহন করেন। মাত্র দুই টাকার জন্য হাসানকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার দুঃখ ও নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। হাসানের পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ওই রিকশার যাত্রী সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া নিহত হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
0 comments:
Post a Comment