হলিউডি এ অভিনেত্রীর আসল নাম অবশ্য আর কেউ প্রকাশ করেননি। তবে, মামলায় তিনি নিজেকে ‘জন ডো’ নামে পরিচয় দিয়েছেন। তাঁর বয়স প্রকাশ করায় তিনি অ্যামাজনের নামে ১০ লাখ ডলার জরিমানা এবং ৭৫ হাজার ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন।
২০০৮ সালে আইএমডিবি এর সদস্য হতে তিনি তার ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন। সে ক্রেডিট কার্ডেই তার প্রকৃত বয়স ও পেশা দেয়া ছিলো। কিন্তু অ্যামাজন কর্তৃপক্ষ তার অনুমতি ছাড়াই বয়সের তথ্য প্রকাশ করে ফেলে। অ্যামাজন কর্তৃপক্ষ তার বয়স এভাবে প্রকাশ করায় জন ডো’র আশংকা হলিউডি প্রযোজকরা এখন তার আসল বয়স জেনে যাবে এবং তার সঙ্গে সেভাবেই আচরণ করবে। ফলে তিনি বলছেন, বয়সের তথ্য প্রকাশে তার যে ক্ষতি হয়েছে সে দায় অ্যামাজনকেই নিতে হবে।
মামলায় অ্যামাজনের বিরুদ্ধে শত্রুতা, ইচ্ছাপ্রণোদিত, চাপ দেয়াসহ নানা অভিযোগ এনেছেন এ অভিনেত্রী।
উল্লেখ্য, অ্যামাজন এর আগেও এমন সমস্যায় পড়েছিলো। ২০০৭ সালে লস এঞ্জেলসে এরিকো তামুরো নামে এক অভিনেত্রী একই ধরনের একটি মামলা করেছিলেন। তার সত্যিকারের নাম এবং জন্মতারিখ প্রকাশের সেই মামলা সমঝোতার মাধ্যমে আদালতের বাইরে নিষ্পত্তি করা হয়েছিল।
আমাজনের তথ্য অনুযায়ী এই অভিনেত্রির বয়স ৪০ এর কাছাকাছি।
এদিকে, আইএমডিবিতে হলিউড সেলিব্রেটি টম ক্রুজ-এর বয়স ৪৯ উল্লেখ করা আছে। তিনি এ বিষয়ে এখনো মামলা করেননি। তবে, তার আয়ের তথ্যও অনেক সাইট প্রকাশ করে। কিন্তু তিনি মামলা করেননি। কিন্তু ৪০ বছর বয়সী হলিউডি এ অভিনেত্রী তার ‘অপূরণীয়’ ক্ষতিপূরণে যে মামলা করেছেন তার ফল জানতে আরো অপেক্ষায় থাকতে হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment