বিবিসি অনলাইনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক হাজার ৭০০ টিনএজারের ওপর গবেষণাটি করেন। আমেরিকান ফিজিওলজিক্যাল সোসাইটির সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করা হয়। এতে বলা হয়, তরুণদের চেয়ে তরুণীদের উচ্চরক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি তিনগুণ বেশি।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্যের প্রতি তিনজনের একজন তরুণ বা তরুণীই স্থূলকায় বা মোটা।
যুক্তরাষ্ট্রের স্কুলে স্বাস্থ্যপরীক্ষার আওতায় ১৩ থেকে ১৭ বছর বয়সী তরুণ-তরুণীদের রক্তচাপ পরিমাপ করা হয়। একইভাবে উচ্চতা অনুযায়ী শরীরের ওজনও (বডি মাস ইনডেক্স-বিএমআই) পরিমাপ করা হয়।
গবেষণা দলের প্রধান রুডি অরটিজ বলেছেন, যাঁদের উচ্চতা অনুযায়ী ওজন বেশি এবং যাঁরা উচ্চরক্তচাপে ভুগছে, পরে কার্ডিওভাসকুলার জটিলতায় আক্রান্ত হতে পারে। তবে এ ক্ষেত্রে তরুণদের চেয়ে তরুণীদের ঝুঁকি বেশি।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কার্ডিয়াক নার্স নাতাশা স্টুয়ার্ট বলেছেন, ছেলে কিংবা মেয়ে যে-ই হোক না কেন, স্থূলতা অবশ্যই স্বাস্থ্যঝুঁকির একটি কারণ।
0 comments:
Post a Comment