জিবরিল দাবি করেন, গাদ্দাফির অনুগত যোদ্ধা ও ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সেনাদের মধ্যে যুদ্ধে সাবেক এ স্বৈরশাসক মাথায় গুলিবিদ্ধ হন।
অন্তর্বর্তীকালীন সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, গাদ্দাফিকে জীবিত অবস্থায়ই ধরা হয়েছিল, তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। সংবাদ সম্মেলনে জিবরিল ঘোষণা দেন, ‘আমরা এ মুহূর্তটির জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। মুয়াম্মার গাদ্দাফি নিহত হয়েছেন।’
এদিকে ন্যাটো জানিয়েছে, অচিরেই তারা লিবিয়া অভিযানের সমাপ্তি টানবে।
গতকাল বৃহস্পতিবার নিজ শহর সিরতে নিহত হন মুয়াম্মার গাদ্দাফি। তবে তিনি কীভাবে নিহত হয়েছেন, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে।
0 comments:
Post a Comment