এ বিষয়ে সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া একটি বিবৃতি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলেও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
যে আট বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁরা হলেন—মামুন আবদুুল মান্নান, ফারুক জামাল, সুমন মিয়া, মোহাম্মদ সুমন, শফিক আল ইসলাম, মাসুদ শামসুল হক, আবু আল হোসাইন আহমেদ ও মতিউর আল রহমান। এই আট বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় অপর তিন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বেত্রাঘাতের আদেশ দেওয়া হয়েছে।
সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ২০০৭ সালের এপ্রিলে সংঘটিত এক সশস্ত্র ডাকাতি এবং এ সময় এক মিসরীয় নিরাপত্তা কর্মীকে হত্যার দায়ে ওই আট বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিহত নিরাপত্তা কর্মীর নাম সাঈদ মোহাম্মদ আবদুল খালেক।
বিবৃতিতে জানানো হয়েছে, দণ্ডিত ব্যক্তিরা একটি বৈদ্যুতিক গুদাম ঘরে ডাকাতি করছিলেন। তাঁরা সেখানেই শ্রমিক হিসেবে কাজ করতেন। ডাকাতির সময় সংঘর্ষে ওই মিসরীয় নিরাপত্তা কর্মী নিহত হন।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনায় নিন্দা জানিয়েছে। তারা বলছে, চলতি বছর দেশটিতে ৪০ জনেরও বেশি ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ১০ জনই বিদেশি নাগরিক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের পর্যবেক্ষণের মাধ্যমে অভিযোগ করেছে, সৌদি আরবে বিচার ও দণ্ডদানের প্রক্রিয়া আন্তর্জাতিক মান অনুসরণ করে না। সংস্থাটি দীর্ঘদিন ধরেই সৌদি আরবকে তাদের দেশে প্রচলিত বিচার ও দণ্ডদানের পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে আসছে। তারা বলছে, আদালতের বিচার ও দণ্ড প্রদান কার্যক্রম আন্তর্জাতিক মানসম্মত নয়।
-
Obaidul Islam
২০১১.১০.০৮ ১৩:০২ - Where are we? Yet I feel so very bad.
-
moti
২০১১.১০.০৮ ১৩:০৪ - কথায় আছে সবার সাথে হাতাহাতি করতে করতে শেষ পর্যন্ত দারোগার সাথেও হাতাহাতি !! ঐখানে গিয়ে এধরনের অপরাধ কেন কর রে বাপু। এটা তো আর বাংলাদেশ না যে দরকার হলে প্রেসিডেন্ট মাফ করে দিবেন। আর আমন্যাস্টি তো পারে শুধু মুসলিম দেশ গুলোর নিন্দা করতে। কিন্ত পারেনা গুায়ান্তানামো বে তে যে শত মুসলিম বিনা বিচারে আটক রয়েছে সেটার নিন্দা করতে!! যত্তসব ভন্ডামি। একটা দেশে গেলে সেদেশের আইন মানতে হয়। এই সাধারন বোধ টুকুও কি নেই??
-
alamin
২০১১.১০.০৮ ১৩:০৫ - আর এমন শাসতি গ্রহনজগগ হতে পারে না!!!!!!!!!
-
Rashed
২০১১.১০.০৮ ১৩:০৫ - What was the action of our Goverment.Now what is the coment's.
-
Jahidul Islam
২০১১.১০.০৮ ১৩:০৭ - প্রথমে আমি নিন্দা জানাই। একজনের মৃত্যুতে ৮ জনের শিরচ্ছেদ তা হতে পারে না। জাতিসংঘের প্রতি আমার অনুরোধ বিষয়টি তদন্ত করে মানবধিকার প্রতিষ্টা করা।
-
Anwer Hossain
২০১১.১০.০৮ ১৩:১১ - প্রাগঐতিহাসিক বিচারব্যবস্হা কি আমেরিকার চোে পরে না ?
-
MONJURUL ISLAM
২০১১.১০.০৮ ১৩:১২ - কষট পেলাম।
-
Nusrat Alam
২০১১.১০.০৮ ১৩:১৪ - so pathetic.too much heart breaking.
-
Mohammad Mohiuddin
২০১১.১০.০৮ ১৩:১৪ - আমি নিন্দা জানাই
-
Mostafiz
২০১১.১০.০৮ ১৩:১৫ - পৃথিবীতে কোথাও এমন হতে পারে আমার জানা ছিল না | ডাকাতির জন্যে আট জনের শিরস্শেদ !!!মানুষ না এখন সভ্য হয়েছে এটা কি তার নমুনা ???
-
Mehedee Imam
২০১১.১০.০৮ ১৩:১৭ - It should be change .
-
sirajul islam
২০১১.১০.০৮ ১৩:১৯ - Criminal should be punished. But the way of punishment in Saudi Arab is brutal. May Allah bless the victims.
- ২০১১.১০.০৮ ১৩:২২
-
This will make negative image for our manpower exporting.
Our foreign ministry,manpower ministry, embassy should look after the matter. -
zubayer
২০১১.১০.০৮ ১৩:২৪ - they are so strict.....
-
Mostafiz
২০১১.১০.০৮ ১৩:২৬ - পৃথিবীতে কোথাও এমন হতে পারে আমার জানা ছিল না | ডাকাতির জন্যে আট জনের শিরস্শেদ !!!
-
Mohammed Ayub
২০১১.১০.০৮ ১৩:২৭ - Where our Dipo Moni...? we can't do anythigs...
-
Sahadat Saon
২০১১.১০.০৮ ১৩:৩০ - একজনের জন্য ৮ জনের মৃত্যুদণ্ড অমানবিক।
-
Akash
২০১১.১০.০৮ ১৩:৩৭ - My request to our Govt. Please send our all Jamat, Sheebir followers to Saudi.. Let see wt will be their punishment...
- ২০১১.১০.০৮ ১৩:৩৭
- বর্বর এ আইনের বিলুপ হওয়া উচিত। আমার প্রশ্ন, তাদের কেন ডাকাতি করতে যেতে হলো? ২০০৭ সালে রায় হবার পর সরকার এবং স্থানীয় দূতাবাস কি উদ্যোগ নিয়েছিলো? দেশের ভাবমূর্তি ও সংশ্লিষ্ট পরিবারের কথা ভেবে বিষন্ন বোধ করছি।
-
hassan
২০১১.১০.০৮ ১৩:৩৮ - বাংলাদেশ সরকার কি জানে ?
-
Md. Nirob Ahmed Shimul
২০১১.১০.০৮ ১৩:৪১ - আমাদের দেশে যদি এই ভাবে ইসলামি আইন পালন করা হত তাহলে আমাদের দেশ হতে সন্ত্রাস আনেকটা কমে যেত বলে আমি মনে করি।
-
Jamsed Alam Tuhin
২০১১.১০.০৮ ১৩:৪৫ - আমি এবং আমরা এ ঘটনায় তিবরনিন্দা জানাই।
-
Md. Kamruz Zaman Chy. (Titu)
২০১১.১০.০৮ ১৩:৪৬ - ইসলামী শাসনের নামে এ বর্বরতাকে আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারলামনা । ইসলামে আদৌ এ ধরণের ক্ষেত্রে এ বর্বর বিচারের উল্লেখ আছে কিনা জানা দরকার ।
-
Iftekhar
২০১১.১০.০৮ ১৩:৪৭ - যে প্রাণের জন্ম মানুষ দিতে পারে না, সে প্রাণ মানুষ কেড়ে নেয়ার ক্ষমতাও রাখে না। সভ্য সভ্যতায় অসভ্যদের আস্ফালন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে? ল্লাহ তুমি এ জাতি রক্ষা কর, হীন দৃষ্টিভঙ্গির ন্যাক্কারজনক রাজনৈতিক কালচার থেকে।
-
abed ahmed
২০১১.১০.০৮ ১৩:৪৭ - Is it a success of our Foreign Minister Dipu Moni?
-
hossain md. shahin
২০১১.১০.০৮ ১৩:৪৯ - আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এ বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং সেই সাথে লজ্জিত। কারন বাংলাদেশ সরকার ও তার পররাষ্ট্র মন্ত্রনালয় এ ঘটনা প্রশমনে ও প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষনে সম্পূর্ন ব্যর্থ। কারন বর্তমান সরকার বাংলাদেশীদের চেয়ে ভারতীয় স্বার্থ সংরক্ষনে বেশী ব্যস্ত। নিহত আট বাংলাদেশীদের কাছে ক্ষমা চাইছি।
- ২০১১.১০.০৮ ১৩:৪৯
- এত নির্মমতা নিষ্ঠুরতা খোদা কি সইবেন?নারী আর মদ নিয়ে মত্ত থাকা সৌদি রাজ-পরিবারের শীঘ্রই পতন হবে সে কামনা রইল।বাংলাদেশ এ ঘঠনার নিন্দা জানাবে? এ ঘটনা ঘটার আগে বাংলাদেশ কুঠনৈতিক প্রচেষ্টা চালালো না কেন?
-
Farhan Fardin
২০১১.১০.০৮ ১৩:৫০ - ঘরে-বাইরে সব খানে আমাদের মাথা হেট করে চলতে হয়!!!বেদেনাদায়ক, মনটাই খারাপ হোয়ে গেল....
-
রাজীব শাহরীয়ার
২০১১.১০.০৮ ১৩:৫০ - এটা ১০০% বরবরতা, এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। ওরা আমেরিকান নাগরিক হলে আরবরা কখনোই এমনটি করার সাহস পেত না। তেল শেষ হলেই এরা আবার ভিক্খার ঝুলি নিয়ে বেরুবে, তার আপেক্খায় রইলাম। বাংলাদেশ সরকার কিছুই করলো না জেনে আরও রাগ হচছে।
- ২০১১.১০.০৮ ১৩:৫৭
- কষ্ট পেলাম খবরটা পরে।
-
ponir
২০১১.১০.০৮ ১৪:০৩ - এই আধুি নক যুেগ এমন িবচার গ্রহনেযাগ্য হেত পাের না।
-
Md. Al Amin
২০১১.১০.০৮ ১৪:০৪ - যখন রুই কাতলারা এমন অবস্থার স্বীকার হন তখন মানবাধিকার আছে বলে একটা কথা শুনা যায়, কিন্তু যখন আমাদের মত সাধারণ মানুষ এই অবস্থার স্বীকার হয় তখন মানবাধিকার দূরে হটে। আহ ! কি সুন্দর নীতি।
-
Normina
২০১১.১০.০৮ ১৪:১১ - আললা তাদের বেহেসতে নসিব করুক। আমিন।
-
kamal
২০১১.১০.০৮ ১৪:১৪ - আমােদর পররাষ্ট্র মন্ত্রনালয় এর জন্য দায়ী ।
-
Celestian
২০১১.১০.০৮ ১৪:১৮ - ওদের মানবতা নাই, ওদের আইন নাই, আইনের শাসন নাই, ওরা মানবজাতির কলঙ্ক।
-
Amituv Rahman
২০১১.১০.০৮ ১৪:১৯ - দেশের মানসম্মান আর রাখলো না!
-
Mayeen Uddin
২০১১.১০.০৮ ১৪:২০ -
আন্তর্জাতিক মানসম্মত কোনটি??
আমেরিকার ?? না বৃটেনের ??? না বাংলাদেশের ????
যারা আন্তর্জাতিক মানসম্মত ভাবে বিচার করে তাদের দেশের অপরাধ কম না বেশী একটু দেখুন তো?? - ২০১১.১০.০৮ ১৪:২৩
- I hate all Arabian people...I hope and pray to almighty ALLAH so that they will be vanished very soon...A land like the birth place of our PROPHET should not be polluted by those beast....I am sure they are in the right way to hell...May ALLAH make it ease and quick...
0 comments:
Post a Comment