দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালের ১৭ ফেব্রুয়ারি জার্মানির ইউ-বোট থেকে ছোড়া টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায়। ৪১২ ফুট (১২৫ মিটার) লম্বা জাহাজটি ব্রিটেনের যুদ্ধ-সংক্রান্ত পরিবহন মন্ত্রণালয়ের জন্য মালামাল বহন করছিল।
আয়ারল্যান্ড উপকূল থেকে ৩০০ মাইল (৪৮০ কিলোমিটার) দূরে আন্তর্জাতিক নৌসীমায় ১৫ হাজার ৫১০ ফুট (চার হাজার ৭০০ মিটার) গভীরে এসএস গায়েরসোপ্পা নামের ওই জাহাজটির সন্ধান পাওয়া গেছে।
মার্কিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, জাহাজে অন্য মালামালের মধ্যে ৭০ লাখ আউন্স রুপা পাওয়া গেছে, যা সমুদ্রে সন্ধান পাওয়া দামি ধাতুর মধ্যে এযাবৎকালে সবচেয়ে বড় ঘটনা।
জাহাজটি উদ্ধারে ব্রিটিশ সরকার ২০১০ সালে ওডিসি মেরিন কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করে। চুক্তির আওতায় কোম্পানিটি জাহাজ থেকে উদ্ধার করা মালামালের ৮০ শতাংশ পাবে। রয়টার্স।
0 comments:
Post a Comment