জুতা পরে ফিতা বাঁধার ঝামেলা থেকে মুক্তি দিতে যাচ্ছে স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। সম্প্রতি প্রতিষ্ঠানটি এমন প্রযুক্তির স্নিকার তৈরি করেছে যা স্বয়ংক্রিয়ভাবে ফিতা বাঁধতে পারে।
এ জুতার নাম দেয়া হয়েছে ‘নাইকি এয়ার ম্যাগ’। ৬ সেপ্টেম্বর ‘মার্টি ম্যাকফ্লাইস ক্লসেট’ নামে একটি ইউটিউব ভিডিও আপলোড করেছে নাইকি কর্তৃপক্ষ। এ ভিডিওতে জুতাটির বিশেষত্ব দেখানো হয়েছে। ইতোমধ্যে এ ভিডিওটি ৬৩ হাজারেরও বেশিবার দেখা হয়ে গেছে।
এদিকে, ৮ সেপ্টেম্বর ব্যাক টু দ্য ফিউচার মুভির তারকা মাইকেল জে. ফক্স লস অ্যাঞ্জেলেসে এ স্নিকার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন।
অনলাইন মার্কেট ই-বে থেকে কেনা যাবে এ জুতা। ই-বেতে বিক্রি হওয়া ১ হাজার ৫০০ জোড়া জুতা বিক্রির অর্থ দান করা হবে মাইকেল জে. ফক্স-এর দাতব্য প্রতিষ্ঠানে। এ প্রতিষ্ঠানটি পারকিনসন রোগীদের নিয়ে কাজ করে। মাইকেল নিজেও এ রোগে ভুগছেন।
উল্লেখ্য, স্বয়ংক্রিয়ভাবে ফিতা বাঁধার এ জুতা তৈরির জন্য আগেই পেটেন্ট করিয়ে রেখেছিলো নাইকি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment