ক্যামেরা
নির্মাতা প্রতিষ্ঠান পোলারয়েডের জন্য নতুন একটি প্রিন্টারের নকশা করে
দিয়েছেন মার্কিন পপ স্টার লেডি গাগা। অত্যাধুনিক প্রযুক্তির সহজেই
স্থানান্তরযোগ্য নতুন এ প্রিন্টারটির নাম পোলারয়েড জিএল ১০ ইনস্ট্যান্ট
মোবাইল পিন্টার। খবর কন্ট্যাক্টমিউজিক-এর।২৫ বছর বয়সী পপস্টার লেডি গাগাকে সঙ্গীতছাড়াও ভিন্নমুখী প্রতিভা বলেই মনে করে বিভিন্ন প্রতিষ্ঠান। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসহ বিভিন্ন প্রযুক্তিখাতেও তার আগ্রহ রয়েছে। তার এ গুণ বিবেচনা করেই পোলারয়েড কর্তৃপক্ষ তাকে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে। আর এ প্রতিষ্ঠান থেকে লেডি গাগার নকশা করা প্রথম পণ্যটিই হচ্ছে পোলারয়েড জিএল ১০ ইনস্ট্যান্ট মোবাইল প্রিন্টার।
প্রিন্টারটি ওয়্যারলেস ব্লুটুথ প্রযুক্তিতে স্মার্টফোনে তোলা ছবি প্রিন্ট করে দেবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment