‘দ্য ইলেকট্রোলাক্স মোবাইল কিচেন’ নামের এ ছোটোখাটো রান্নাঘর বা হেঁশেল ল্যাপটপ নিয়ে কাজ করছেন মেসিডোনিয়ার নকশাবিদ ড্রাগন ট্রেঞ্চচিভস্কি। কাটিং বোর্ড, স্টোভ, টাচস্ক্রিন মনিটর এবং ওয়েবক্যাম থাকবে এ ল্যাপটপে। একই সঙ্গে নেট ব্রাউজিং এবং রান্নার চুলা হিসেবে ব্যবহার করা যাবে এ ল্যাপটপটি।
এ ল্যাপটপটির নকশায় রাখা হয়েছে একটি ইনডাকশন হিট স্টোভ, একটি কাটিং বোর্ড এবং টাচস্ক্রিন এলসিডি ইউনিট। মনিটরে কোনো ভিডিও ব্রাউজ করে বা নির্দেশনা পড়ে নিয়ে সে অনুযায়ী রান্না করা যাবে। পাশাপাশি, এ মনিটরের ওপরে একটি ওয়েবক্যাম বসানো থাকবে যার সাহায্যে চাইলে ভিডিও চ্যাটিংও করা যাবে। এ ডিভাইসটি ভ্রমণের সময় সঙ্গে নিয়ে গেলে সুবিধা হবে।
অবশ্য ডিভাইসটি তৈরিতে হ্যাপাও কম নয়। বাস্তবে কম্পিউটারের যন্ত্রাংশ অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যায়। তাই তাপ এবং রান্নার উপকরণ এ ল্যাপটপকে কতোখানি ঠিক রাখবে তা নিয়ে সংশয় থাকছেই। এটি কবে নাগাদ আলোর মুখ দেখবে বা বাস্তবে আদৌ তৈরি হবে কিনা তার জন্য আপাতত অপেক্ষাতেই থাকতে হবে।
উল্লেখ্য, ‘দ্য ইলেকট্রোলাক্স মোবাইল কিচেন’ ভেবে শখের আইপ্যাড বা অন্যান্য ল্যাপটপে রান্না করার চেষ্টা সুফল আনবে না বলেই সতর্ক করেছেন গবেষকরা। কারণ এসব ডিভাইসের যন্ত্রাংশ অতিরিক্ত তাপে অকেজো হয়ে যেতে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment