এর আগে সবচেয়ে বেঁটে নারীর খেতাবটি ছিল এক তুর্কি নারীর। এলিফ কোকাম্যান নামের ওই নারীর উচ্চতা ছিল ২৮ দশমিক ৫ ইঞ্চি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, ব্রিজিট ও তাঁর ভাই ব্র্যাডকে তারা বিশ্বের সবচেয়ে বেঁটে ভাইবোনের খেতাব দিয়েছে। ব্র্যাডের উচ্চতা মাত্র ৩৮ ইঞ্চি। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা ব্রিজিট একজন শৌখিন নৃত্যশিল্পী ও চিয়ারলিডার।
ব্রিজিট ও ব্র্যাড দুজনই ক্যাসকাশিয়া কলেজে পড়ালেখা করছেন। ২০ বছর বয়সী ব্র্যাড কারাতে, জিমন্যাস্টিকস, বাস্কেটবল ও জাদুবিদ্যার কৌশল দেখাতে পছন্দ করেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এযাবৎকালের সবচেয়ে বেঁটে নারী ছিলেন নেদারল্যান্ডের পলিন মুস্টার্স। তাঁর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি। তিনি ১৮৯৫ সালে ১৯ বছর বয়সে মা
0 comments:
Post a Comment