হালের
সাগরের বিশালাকায় সব দাঁতাল হাঙরগুলো একসময় ছোটো আকারের নিরীহ মাছ ছিলো
বলেই গবেষকরা জানিয়েছেন। জার্মান গবেষকদের দাবী, ২০ কোটি বছর আগেও স্বাদু
পানির জলাশয়গুলোতে ছোটো প্রজাতির অনেক হাঙরের আবাস ছিলো। সেসময় ভয়াল কোনো
দানবের পরিবর্তে তারা ছিলো স্রেফ নিরীহ মাছ। খবর ইন্দো এশিয়ান নিউজ
সার্ভিস-এর।গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ভার্টিব্রেট প্যালেনটোলজি’ সাময়িকীতে।
জার্মানির জীবাশ্মবিদরা দাবী করেছেন, তারা কিরগিস্তান থেকে ২৩ কোটি বছর আগের হাঙরের ডিমের ফসিল এবং ছোটো দাঁত আবিষ্কার করেছেন।
জার্মানির টিইউ বার্গাকাদেম ফ্রেইবার্গ-এর জিওলজিক ইনস্টিটিউট-এর গবেষকরা বলেছেন, ‘কিরগিস্তানে ২০ কোটি বছর আগের ট্রাইসিক পরবর্তী যুগের অনেক ফসিল রয়েছে। এ এলাকাতেই হাঙরের ডিম এবং হাঙরের বাচ্চার অনেক ফসিল উদ্ধার করা সম্ভব হয়েছে।’
স্বাদুপানিতে হাঙর বেড়ে উঠে পরবর্তীতে বিবর্তনের ফলে বড়ো হয়ে সমুদ্রে চলে যায় বলেই গবেষকরা দাবী করেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment