কেভিন বয়েড নামে হলিউডের এক কাহিনীকার এবং প্রযোজক বিশ্বের সবচেয়ে দামী বোতলজাত পানি প্রস্তুত করেছেন। বিলাসী ব্যক্তিদের ব্যবহারের জন্যই প্রস্তুত করা এ বোতলজাত পানির ব্র্যান্ড নাম দিয়েছেন ব্লিং এইচটুও বা ব্লিং পানি।
ব্লিং-এর ওয়েবসাইটে এ পানি বিষয়ে বলা হয়েছে, ব্লিং পানি সংগ্রহ করা হয় যুক্তরাষ্ট্রের টেনিসিতে অবস্থিত ড্যানড্রিজের প্রাকৃতিক ঝরণা থেকে। এ ছাড়াও দাবি করা হয়েছে, ব্লিং পানি নয়টি ধাপে পরিশোধিত হয়, এর মধ্যে রয়েছে ওজোন, আল্ট্রাভায়োলেট এবং মাইক্রোফ্লিটার পদ্ধতি।
ব্লিং পানির বোতলটি তৈরি হয় লিমিটেড এডিশনের ঘোলাটে কাঁচে, যাতে থাকে সভরোস্কি ব্র্যান্ডের ক্রিস্টাল।
এ পানির বোতল অবশ্য হলিউডি তারকাদের হরহামেশা ব্যবহার করতে দেখা যায়। প্যারিস হিলটন তার পোষা সারমেয়টির জন্যও নাকি এ বোতলজাত পানি ব্যবহার করেন। নিউ ইয়র্কের বিভিন্ন রেস্টুরেন্টে এ বোতলজাত পানি পাওয়া যাচ্ছে।
ব্লিং পানির দাম এতো বেশি হলেও এর তেমন কোনো বিশেষত্বই নেই বলেও গুজব রয়েছে। তারকাদের ব্যবহার এবং এ পানির বোতলের কারিশমাই নাকি একে সবচেয়ে দামী বোতলজাত পানি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এক বোতল ব্লিং পানি কিনতে খরচ হবে গড়ে ৫৫ ডলার। বোতলের আকারের ওপর নির্ভর করে দাম হতে পারে ২৫ থেকে ৭৫ ডলার পর্যন্ত।
ব্লিং ছাড়াও সব্বোর্চ মূল্যের বোতলজাত বিশুদ্ধ পানির মধ্যে আছে ক্লাউড জুস, বার্গ, ১০ হাজার বিসি এবং ফিনে।
ক্লাউড জুস
ক্লাউড জুসের একটি বোতলে নাকি ৯ হাজার ৭৫০ ফোঁটা বৃষ্টির পানি ধরে রাখা আছে। এ পানির স্বাদ খানিকটা পনিরের মতো! পানি বিক্রেতা কোম্পানিটির দাবি, বোতলে রাখা এই পানি সরাসরি বৃষ্টির পানি রূপেই সংগ্রহ করা, এই বৃষ্টির ফোটা ভূপৃষ্ঠ স্পর্শ করেনি। পানি সংগ্রহের স্থানটি হচ্ছে- অস্ট্রেলিয়ার কিং আইল্যান্ড। কোম্পানির দাবি- ক্লাউড জুসের এই পানিই পৃথিবীর সবচে’ পরিষ্কার বৃষ্টির পানি। এই পানি পান করতে চাইলে আপনাকে বোতল প্রতি গুণতে হবে ১১.৩৬ ডলার।
বার্গ
বার্গ ব্র্যাণ্ডের এই পানি নাকি প্রাচীন কানাডিয়ান এক আইসবার্গের পানি। আপনাকে এই পানি পান করতে গুণতে হবে ১১.৬৭ ডলার।
১০ হাজার বিসি
১০ হাজার বিসি নামের এই পানির উৎস হচ্ছে কানাডার কোস্টাল গ্লেইসার মাউন্টেইনে। এ এলাকাটি ভ্যাংকুভারের ২০০ মাইল উত্তরে অবস্থিত। এর পানি সংগ্রহে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। সমুদ্রে জাহাজের সময়ে মোট ৩ দিন লাগে এর পানির উৎসে পৌঁছাতে। ১০ হাজার বিসির এক বোতল পানি পেতে হলে আপনাকে খরচ করতে হবে সাড়ে ১২ ডলার।
ফিনে
বিশ্বের বিশুদ্ধ বোতলজাত পানির অন্যতম প্রস্তুতকারক জাপান। এই বোতলজাত পানির উৎস জাপানের পারিবারিক এক কোম্পানির একটি এক্যুইফারে। এক্যুইফার হচ্ছে- মাটির গভীরে পানির নির্দিষ্ট একটি স্তর। কোম্পানির দাবি ‘ফিনে’ পানি জাপানের সেরা মিনারেল ওয়াটার। ‘ফিনে’ এর এক বোতল পানির দাম ২০ ডলার!
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment