আড়ম্বর
করে চালু হওয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাসের শুরুর জৌলুস কমে
গেছে। বিশ্লেষকরা বলছেন, হানিমুন শেষ! খবর টেক ক্রাঞ্চ-এর।সার্চ জায়ান্ট গুগল মহা ধুমধামের সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাস চালু করেছে। চালু করার পর প্রায় ৩ মাস পার হয়ে চলেছে, কিন্তু যে উৎসাহ নিয়ে এটি চালু হয়েছিলো ক্রমেই সেটি কমে আসছে বলেই বিশ্লেষকরা জানিয়েছেন।
২৮ জুন আনুষ্ঠানিকভাবে গুগল প্লাস চালু হবার পর মাত্র ২ সপ্তাহে এক কোটি ব্যবহারকারী হয়েছে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো। কিন্তু এ গতি ধরে রাখতে পারেনি সাইটটি। দুই মাসে ৪১ ভাগ কমে গেছে গুগল প্লাসে অ্যাকাউন্ট তৈরির হার।
বর্তমানে গুগলের তথ্যমতে, গুগল প্লাসে বর্তমানে আড়াই কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে।
গুগল প্লাসে নারী ব্যবহারকারীর সংখ্যা কম হওয়ায় একে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের আলাস্কা বলেও মন্তব্য করেছিলেন বিশ্লেষকরা।
বিশ্লেষকরা আরো বলছেন, গুগল প্লাসে কমে গেছে পোস্ট করার হারও। কারণ হিসেবে বলা হচ্ছে, এ সাইটটি ব্যবহারে তেমন কোনো মজাই নাকি পাচ্ছেন না ব্যবহারকারী।
সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দিতায় নিত্যনতুন ফিচার বসছে গুগল প্লাসে। দেখাদেখি, ফেসবুকেও আসছে পরিবর্তন। কিন্তু প্রতিদ্বন্দিতায় কি পিছিয়ে পড়ছে গুগল প্লাস নাকি সাইটটির হানিমুন শেষ? এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment