কম্পিউটার
নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি কর্তৃপক্ষ জানিয়েছে, নেটে বর্তমানে সবচেয়ে
বিপদজনক তারকার নাম হেইডি কাম। ‘প্রজেক্ট রানওয়ে’খ্যাত এ তারকাকেই সাইবার
জগতে স্ক্যাম ছড়ানোর কাজে বেশি ব্যবহৃত হচ্ছে। খবর প্রেস ট্রাস্ট অফ
ইন্ডিয়া-এর।ম্যাকাফি কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৮ বছর বয়সী হেইডি কামকে ওয়েবের সবচেয়ে বিপদজনক বলে মনে করা হচ্ছে; কারণ প্রতি ১০ বার তাকে সার্চ করা হলে গড়পরতা একবার স্ক্যামের কবলে পড়ার আশংকা থাকে। অন্যান্য বিখ্যাত সেলিব্রেটিদের চেয়েও সাইবারজগতে হেইডি’র নামেই বেশি স্ক্যাম বা ভাইরাস রয়েছে।
২০১০ সালে সবচেয়ে বিপদজনক তারকা ছিলেন ক্যামেরন ডিয়াজ।
সেলিব্রেটি খোঁজার ফলে কম্পিউটারে ভাইরাসের আক্রমণ আশংকা ২০১০ সালের তুলনায় এবছর কিছুটা কমেছে বলেও ম্যাকাফি কর্তৃপক্ষ জানিয়েছে।
এবছর পুরুষ সেলিব্রেটিদের মধ্যে সবচেয়ে নেট সার্চিংয়ে বিপদজনক হচ্ছেন পিয়ার্স মর্গান।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment