দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ম্যাকগিনিস দাবি করেছেন, সারাহ পেলিনকে তাঁর বন্ধুদের সঙ্গে কোকেন সেবন করতে দেখা গেছে। এ ছাড়া আলাস্কার মাত-সু কলেজের একজন অধ্যাপকের সঙ্গেও পেলিন মারিজুয়ানা সেবন করতেন। পেলিনের পারিবারিক এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে বইটিতে লেখা হয়েছে, পেলিনের স্বামীরও কোকেন সেবনের অভ্যাস ছিল।
বইটিতে দাবি করা হয়েছে, ১৯৯০ সালের মাঝামাঝি পেলিন তাঁর স্বামীর ব্যবসায়িক এক অংশীদারের সঙ্গে ছয় মাস পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। যদিও পেলিন এ অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছেন। ম্যাকগিনিস লিখেছেন, পেলিনের বিয়ের ক্ষেত্রেও এ সম্পর্ক বেশ কিছুটা চাপের সৃষ্টি করে।
ম্যাকগিনিস মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নির্বাচনী প্রচারণার ওপর ‘দ্য সেলিং অব দ্য প্রেসিডেন্ট ১৯৬৮’ বইটি লিখে ব্যাপক সাড়া ফেলেছিল। ওই বইটি প্রকাশের পরও পেলিন তাঁর ওপর বেজায় খেপেছিলেন। তখন পেলিন লেখককে সতর্ক করে বলেছিলেন, তিনি যেন পেলিনের পরিবারের ওপর গোয়েন্দাগিরি না করেন
0 comments:
Post a Comment