ক্যামেরা
ক্ষুদে এ ক্যামেরাটি আঙ্গুলের মাথার সমান। সহজেই স্থানান্তরযোগ্য এ ডিভাইসটির ওজন মাত্র ২৮ গ্রাম হলেও নিখুঁত ছবি তুলতে পারে বলেই নির্মাতা প্রতিষ্ঠানটির দাবী।
হ্যামাচার-এর জেনারেল ম্যানেজার ফ্রেড বার্নস জানিয়েছেন, ‘একটি মার্বেলের চেয়ে কিছুটা বড়ো হতে পারে বিশ্বের ক্ষুদ্রতম এ ডিজিটাল ক্যামেরাটি। তবে, এটি যথেষ্টই ভালো মানের ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে পারে।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ক্যামেরাটি ব্যবহার করে ১৬০০ঢ ১২০০ পিক্সেলে জেপিইজি ছবি তোলা যায়। ক্যামেরাটিতে রয়েছে অটোফোকাস সুবিধা। এটি ইউএসবি কেবল জুড়ে এই ছবি কম্পিউটারে স্থানান্তরও করা সম্ভব।
ক্যামেরাটির দাম পড়বে ১০০ ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment