এইডস
ভাইরাস সংশ্লিষ্ট একটি এনজাইমের কোড ভেঙ্গেছেন অনলাইন গেমাররা। সেকেন্ড
লাইফ বা ডানজিয়নস অ্যান্ড ড্রাগনস গেমাররা এ কোড ভেঙ্গেছেন। খবর
এমএসএনবিসি-এর।গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার স্টাকচারাল অ্যান্ড মলিকিউলার বায়োলজি সাময়িকীতে।
মনোমেরিক প্রটিজ এনজাইম শ্রেণীভ‚ক্ত ভাইরাসের মধ্যে রয়েছে এইডস-এর ভাইরাসও। এ কোড ভাঙ্গার ফলে বিশেষ এই প্রোটিন এবং এইচআইভি সম্পর্কে আরো বিস্তারিত জানা সম্ভব হবে এবং এই জ্ঞান এইডসসহ বিভিন্ন মরনঘাতি রোগের ঔষধ তৈরিতে কাজে লাগাতে পারবেন গবেষকরা।
এই কোড ভাঙ্গার জন্য গবেষকরা এক দশকেরও বেশি সময় ধরে চেষ্টা চালাচ্ছিলেন।
২০০৮ সালে স্রেফ মজা করার জন্যই ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের উদ্যোগে বিশেষ একটি সংস্করণের গেম তৈরি করা হয়। ওই গেমে বিশেষ এনজাইমটির তথ্য যোগ করা হয় এবং গেমারদের কাজ ছিলো ওই তথ্যগুলো বিশ্লেষণ করে এনজাইমের পূর্ণাঙ্গ গঠন বের করা। সম্প্রতি সেই কাজটিই করে দেখিয়েছেন গেমাররা।
নেচার স্টাকচারাল অ্যান্ড মলিকিউলার বায়োলজি সাময়িকীতে এ বিষয়ে প্রকাশিত আর্টিকেলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষকদের নামের পাশাপাশি গেমারদের নামও গবেষণাপত্রের লেখক হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে, যা একটি বিরল ঘটনা।
ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের জৈবরসায়ন বিভাগের মুখপাত্র ফিরাস খাতিব প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমরা দেখতে চেয়েছিলাম যেখানে প্রথাগত গবেষণায় ফল পাওয়া যায় না সেখানে স্বতঃপ্রণোদিত পদ্ধতি কতোটা কাজ করে। কোনো সমস্যা সমাধানে গেমারদের যে মেধা, সেটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক জটিল বৈজ্ঞানিক সমস্যারও সমাধান বের করা সম্ভব।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment