চুরি
করার পর যার জিনিস তার সঙ্গে বন্ধুত্ব করলে কেমন হয়? যুক্তরাষ্ট্রের এক
চোর অদ্ভুত এ কাণ্ড করে বসেছে। যে নারীর মোবাইল চুরি করেছে তাকেই আবার
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে চোর এখন শ্রীঘরে। খবর হাফিংটন পোস্ট-এর।সন্দেহভাজন এ চোরের নাম জুয়ান গনজালেস জুনিয়র। বয়স ২২ বছর। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সে নাকি এক নারীর মোবাইল চুরি করার পর আবার পরবর্তীতে ফেসবুকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছে।
ঘটনার শুরু হয় খুব ভোরে। ঘুম থেকে জেগে ওই নারী টের পান তার বিছানার পাশে দাঁড়িয়ে চোর। তিনি চিৎকার দিলে ফোনটি হাতিয়ে পালিয়ে যায় চোর। পরে তার ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশন ক্লিক করার পর সব তথ্য জেনে তার মনে সন্দেহ হয় এই ব্যাটাই চোর। তিনি পুলিশকে সব ঘটনা জানিয়ে দেন।
পুলিশ চুরি হওয়া ফোনের সংকেত এবং মেসেজ পাঠানোর সূত্র ধরে গ্রেফতার করে এ চোরকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment