অ্যাস্ট্রোবায়োলজিস্ট ড. টেরি কি উল্কাপিণ্ডের মধ্যে এমন রাসায়নিকের খোঁজ বের করেছেন যা বায়োলজিক্যাল কোষগুলোকে শক্তি ধরে রাখতে সাহায্য করে।
গবেষক টেরি কি দাবি করেছেন, পৃথিবী সৃষ্টির আদিতে যখন দীর্ঘ সময় ধরে উল্কাবৃষ্টি হয়েছিলো তখন হালকা এসিডযুক্ত পানির সঙ্গে মিলে জীবনের আদি গঠন তৈরি হয়েছিলো। আর তা থেকেই চারপাশের শক্তি সঞ্চয় করে প্রথম কোষীয় প্রাণের উদ্ভব ঘটেছিলো।
১৪ সেপ্টেম্বর ব্রিটিশ সায়েন্স ফেস্টিভালে ড. কি তার উদ্ভাবন উপস্থাপন করবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment