সম্প্রতি
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে ৪০০ নতুন শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ
শব্দগুলোর মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং এবং প্রযুক্তিক্ষেত্রে ব্যবহৃত কয়েকটি
শব্দ রয়েছে। খবর বিবিসি অনলাইন-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডিকশনারিতে যোগ হয়েছে, উট (Woot) এবং রিটুইট শব্দদুটি । এ ছাড়াও টেক্সটপিক, সাইবারবুলিং, ফলোয়ার এবং সেক্সটিং শব্দগুলোও প্রথমবারের মতো ডিকশনারিতে যোগ হয়েছে।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির এডিটর অ্যাংগাস স্টিভেনসন জানিয়েছেন, ‘নতুন এ শব্দগুলোর অর্ন্তভুক্তি ডিকশনারির ক্রমগত শব্দসংখ্যা বৃদ্ধির ঐতিহ্য অনুসারে করা হয়েছে।
অ্যাংগাস আরো জানিয়েছেন, ‘সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ইন্টারনেটের বাস্তব ভাষা হয়ে উঠেছে।’
জানা গেছে, রিটুইট শব্দটিকে ভার্ব বা ক্রিয়া এবং টেক্সটপিক, সাইবারবালিং, ফলোয়ার, সেক্সটিং শব্দগুলোকে নাউন বা নামবাচক শব্দ হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment