- মানুষ এর জীবনে যা কিছু শিখে তার মধ্যে বই বেশি উওম।আমি আপনাদের একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিবো যার মাঝে বিশ্বের অনেক না জানা বিষয় লুকিয়ে আছে।।স্বাভাবিক প্রথা অনুসারে ইতিহাসবেত্তাগণ ইতিহাসের লিখিত উপাদানের মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক প্রশ্নের উত্ত দেয়ার চেষ্টা করেন, যদিও কেবল লিখিত উপাদান হতে ইতিহাসে সকল তত্ত্ব উদ্ধার করা সম্ভব নয়। ইতিহাস চর্চার ক্ষেত্রে যে উৎসগুলো বিবেচনা করা হয়, সেগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: লিখিত, মৌখিক এবং শারীরিক বা প্রত্যক্ষ করণ।
- ইতিহাসবেত্তারা সাধারণত তিনটি উৎসই পরখ করে দেখেন। তবে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে লিখিত উপাদান সর্বজন স্বীকৃত। এই উৎসটির সাথে লিখন পদ্ধতির ইতিহাস অঙ্গাঅঙ্গীভাবে জড়িত।
- আশারাখি সবাই পড়ে দেখবেন।আপনার বন্ধু,ভাই,বোন,ছেলে-মেয়ে,কে এই বইটি সম্পর্কে ধারনা দেবেন।এবং তাদের কে এই বইটির বিষয় বুজিয়ে বলবেন।এই বইটিতে আপনিএক হাজার প্রশ্নের উওর পাবেন।
আমি আপনাদের কে একটু ছবি গুলো শেয়ার করলাম,,,,
এক হাজার প্রশ্নের উওর
1=ইউনিভার্স :-
- ছায়াপথ-
- তারা -
- সূর্যের-
- গ্রহ-
- হট রেজা-
- পৃথিবীর টুইন-
- রেড প্ল্যানেট-
- গ্রহ রাজা-
- সর্বশেষ গ্রহ-
- বামন গ্রহ-
- মুন-
- Comets এবং গ্রহাণু-
- মহাশূন্য-
2=প্ল্যানেট আর্থ :-
- পৃথিবীর বায়ুমণ্ডল-
- ঋতু এবং সহযোগী-
- পর্বতমালা, উপত্যকাও এবং Caves-
- অন্যান্য Landforms-
- সমুদ্র-
- আগ্নেয়গীরিসমূহ-
- ভূমিকম্প এবং সুনামি-
- হারিকেন এবং Tornadoes-
3=Theবাস -প্ল্যানেট:-
- বানর-
- Apes-
- বিগ বিড়াল-
- Bears-
- Canines-
- হাতি-
- লাথি খাইয়াছে জন্তু-
- বিজোড় বাঁকাপা স্তন্যপায়ী-
- বিজোড় স্তন্যপায়ী-
- Whales-
- অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী-
- Seabirds-
- শিকার পাখি-
- Songbirds-
- জলকুক্কুট-
- উড়ান পাখি-
- Penguins-
- মাছ-
- বন্ধুদের সাগর এবং শত্রুদের-
- হাঙ্গর এবং রে-
- একটি মাছ -জীবন-
- সরীসৃপদের-
- Lizards-
- Turtles-
- সাপ-
- নির্বিষ সাপ-
- Constrictors-
- Crocodilians-
- অ্যামফিবিআনস-
- পোকামাকড়-
- কীট জীবন-
- জীবন এর আদি-
- ডাইনোসর-
- Armoured ডাইনোসর-
- ডাইনোসর উদ্ভিদ খাদক-
- মাংস খাদক ডাইনোসর-
- অন্যান্য প্রাগৈতিহাসিক জন্তু-
- উদ্ভিদের জীবনে-
- খাদ্য-
- গাছ এবং জায়গায় ঝোপঝাড়-
- জলজ উদ্ভিদের-
- ক্লাইমবার্স এবং শাকপাতা -
4= মানব শারীরিক:-
- বাহ্যিক শারীরিক বাংলাদেশের-
- হাড় এবং মাংসপেশীর-
- পরিপাক এবং বিষ্ঠা-
- হার্ট এবং সঞ্চালন-
- মস্তিষ্ক এবং অজ্ঞান-
- প্রজনন এবং জন্ম-
- পতনশীল অসুস্থ-
5=হাদেশ, দেশ ও মানুষ:-
- উত্তর আমেরিকা-
- দক্ষিণ আমেরিকা-
- অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া-
- ইউরোপ-
- আফ্রিকা-
- এশিয়া-
- পোলস - সুমেরু এবং এন্টার্কটিকা-
6=বিশ্ব ইতিহাস:-
- প্রাচীন মেসোপটেমিয়াএ-
- প্রাচীন মিশর-
- প্রাচীন ভারত এবং চীন-
- প্রাচীন গ্রীস-
- প্রাচীন রোম-
- প্রাচীন আমেরিকাস-
- নেটিভ আমেরিকানদের-
- মধ্যযুগের ইউরোপ-
- মধ্যযুগীয় চীন এবং জাপান-
- মুঘল ভারত-
- Incas এবং Aztecs-
- রেনেসাঁ-
- নতুন জমিতে আবিষ্কারের যুগে-
- ব্রিটিশ সাম্রাজ্যের-
- শিল্পবিপ্লব-
- বৈজ্ঞানিক বিবর্তন-
- আমেরিকান বিপ্লব ও গৃহযুদ্ধ-
- ফরাসি বিপ্লব-
- ফরাসী সম্রাট্ নেপোলিঅন যুদ্ধ-
- বিশ্ব যুদ্ধ-
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব-
- কমপিউটার বিপ্লব-
- নতুন সহস্রাব্দের জীবন - শতাব্দীর-
7=শিল্প ও সংস্কৃতি:-
- স্থাপত্য -
- শিল্প এবং শিল্পী -
- সঙ্গীত -
- থিয়েটার -
- ক্রীড়া বিশ্ব-
- চলচ্চিত্র বিশ্ব-
- বিশ্ব ধর্ম-
8=বিজ্ঞান ও প্রযুক্তি:-
- ম্যাটার-
- হাল্কা-
- সাউন্ড-
- তাপ-
- বিদ্যুৎ-
- চুম্বক-
- বাহিনী এবং মোশন-
- যোগাযোগ উপগ্রহের-
- ভূমি পরিবহন-
- জল পরিবহন-
- এয়ার ট্রান্সপোর্ট-
- বিশ্বের মানচিত্র-
0 comments:
Post a Comment