সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা সৌরশক্তিচালিত টয়লেট উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, নতুন এ টয়লেটটি সৌরশক্তি কাজে লাগিয়ে মানব বর্জ্যকে শক্তিতে রূপান্তর করতে পারবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর গবেষক মাইকেল হফম্যান এ প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন।
গবেষক মাইকেল হফম্যান জানিয়েছেন, সুর্যের আলো মানব বর্জ্যরে সঙ্গে বিক্রিয়া করে জীবাণু ধ্বংসকারী অক্সিডেন্ট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এ গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বৈদ্যুতিক বাতি জ্বালানো বা টয়লেট স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার রাখার কাজটি করা যায়।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নিউ সায়েন্টিস্ট’ সাময়িকীতে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, মাইকেল তার উদ্ভাবনের জন্য ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ থেকে অনুদানও পেয়েছেন।
উলেখ্য, মাইক্রোসফট চেয়ারম্যান বিল গেটস সম্প্রতি টয়লেট প্রযুক্তি উদ্ভাবনের জন্য ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ থেকে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment