ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সিলেটের কালাগুল এলাকায়। পরে গ্রামবাসী বস্তাবন্দী অজগরটি বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। তাঁরা এটিকে খাদিমনগর জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।
সিলেট বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ শাখা জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অজগরটি কালাগুলের ধানখেতে নেমে এসে হাঁসের ঝাঁকের পেছনে ছুটতে থাকে। গ্রামবাসীও অজগরটি পিটিয়ে না মেরে একে অক্ষত অবস্থায় আটকে ফেলার চেষ্টা করতে থাকেন। অজগরটি প্রায় আধঘণ্টা হাঁসের ঝাঁককে ধাওয়া করে একটি হাঁস গিলতে সক্ষম হয়। এ সুযোগে গ্রামবাসী অজগরটি কায়দা করে বস্তায় ভরে ফেলেন।
খাদিমনগর জাতীয় উদ্যানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র কুমার সিনহা প্রথম আলোকে জানান, গ্রামবাসীর সচেতনতায় অজগরটি রক্ষা পেয়েছে। এটি প্রায় ১০ ফুট লম্বা; ওজন ২০ কেজি। সাধারণত অজগর লোকালয়ে নামলেই অমূলক ভয়ের কারণে গ্রামবাসী এদের পিটিয়ে মেরে ফেলেন। তবে এবার তাঁরা ক্ষুধার্ত প্রাণীটিকে হত্যা করেননি। অজগরটি অক্ষত ও সুস্থ ছিল। বিকেল সাড়ে পাঁচটায় এটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।
রবীন্দ্র কুমার সিনহা জানান, খাবারের সন্ধানে এটি লোকালয়ে নেমে এসেছিল। সিলেটের পাহাড়-টিলা এলাকার বনাঞ্চলে বন্য প্রাণীর খাদ্যের সংকট ক্রমেই বেড়ে চলেছে। এ কারণে প্রায়ই বিভিন্ন ধরনের বন্য প্রাণী খাদ্যের খোঁজে লোকালয়ে নেমে আসে। কালাগুল এলাকার টিলা শ্রেণীর বনে অজগরটির বসবাস ছিল। সেখানে খাবার না পেয়েই হয়তো এটি লোকালয়ের ধানখেতে নেমে আসে।
0 comments:
Post a Comment