সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৯৫৫ সালের ভারতীয় এক জরিপের ফল বলছে, এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। এ জরিপের ফল দুই দেশের গবেষকরা মেনেও নিয়েছিলেন। কিন্তু গোল বাঁধে নিজস্ব হিসেবে। উচ্চতার হিসেব কষতে নেপাল বরফ চূড়া সহ উচ্চতাটুকু হিসেবে ধরলেও চীন কেবল পাথরের অংশটুকুই হিসেবে ধরেছে।
এদিকে, নেপাল সরকার এভারেস্টের এই উচ্চতা সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। বর্তমানে সবার কাছে গ্রহণযোগ্য হবে এমন প্রযুক্তির ব্যবহার করে আবার এভারেস্টের উচ্চতা মাপা হবে।
বিডিনিউজটোযেন্টিফোরডটকম
0 comments:
Post a Comment