আধুনিক ভারতের কিংবদন্তি চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন মৃত্যুর আগে তাঁর সব চিত্রকর্ম আগুনে পুড়ে ধ্বংস করতে চেয়েছিলেন। মকবুল ফিদার ছোট ছেলে ওয়াইস হুসেন এ কথা জানিয়েছেন।
ওয়াইস বলেন, ‘তিনি (মকবুল ফিদা) বলে বেড়াতেন যে মৃত্যুর আগে তাঁর সব চিত্রকর্ম আগুনে পুড়িয়ে ফেলবেন। কেন পুড়িয়ে ফেলবেন জানতে চাইলে তিনি বলেন, এ সব দিয়ে কি হবে?’
ওয়াইস বলেন, তাঁর বাবা রক্ষণশীল ছিলেন না। একা থাকতে কখনোই পছন্দ করতেন না। এটা সবাই জানে।
গত শনিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে মকবুল ফিদার এক স্মরণসভায় যোগ দিতে এসে এসব কথা বলেন ওয়াইস। এতে তাঁর অপর দুই ভাই শামশাদ ও শাফাতও যোগ দেন।
মকবুল ফিদা গত ৯ জুন লন্ডনে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর আঁকা চিত্রকর্ম নিয়ে হিন্দু মৌলবাদীদের হুমকির মুখে পড়ে ২০০৬ সালে তিনি দেশ ত্যাগ করেন।
চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ওয়াইস তাঁর বাবাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করছেন। এর নাম দেওয়া হয়েছে ‘লেটার্স টু মাই সান অ্যাবাউট মাই ফাদার।’ পিটিআই। প্রথম আলো
0 comments:
Post a Comment