
সংস্থাটি দরপত্রে ১০০ বর্গফুট এলাকার ইঁদুর মারার জন্য চার রুপি করে চেয়েছে। এতে রাজিও হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুরুও করেছে প্রথম পর্যায়ের ইঁদুর নিধন অভিযান।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অনেক দিন ধরে ইঁদুরের উপদ্রব চলছিল। ইঁদুর রাতে রোগীর টেবিলে থাকা খাবারই শুধু নিয়ে যেত না, মাঝেমধ্যে কামড়েও দিত রোগীদের; কেটে তছনছ করত হাসপাতালের গুরুত্বপূর্ণ নথিপত্রও। কোনোক্রমেই এই ইঁদুরের উপদ্রব বন্ধ করতে না পেরে গত ২৫ জুন কর্তৃপক্ষ ইঁদুর মারার জন্য দরপত্র আহ্বান করে স্থানীয় একটি পত্রিকায়।
৭ জুলাই দরপত্র গ্রহণ করে ইঁদুর মারার দায়িত্ব দেওয়া হয় কলকাতার একটি সংস্থাকে।
হাসপাতালের ডেপুটি সুপার তাপস কুমার ঘোষ বলেছেন, হাসপাতালের ইঁদুরের উপদ্রব কমানোর জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, এতে সুফল পাওয়া যাবে। প্রথম আলো