
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশালকায় এই অদ্ভুতদর্শন পাথরটির খোঁজ পেয়েছেন বেইজিং প্ল্যানেটোরিয়াম-এর উল্কা বিশেষজ্ঞ বাউলিন ঝ্যাং ও তার সহকর্মীরা।
গবেষকদের দাবি, বাদামী রংয়ের এ উল্কাপিণ্ডটি সৌরজগতের বাইরে থেকে পৃথিবীতে পড়েছে। এটি ওজনে ২৫ থেকে ৩০ টন পর্যন্ত হতে পারে।
গবেষকরা আরো জানিয়েছেন, এ ধরনের উল্কাপিণ্ড সাড়ে চার বিলিয়ন বছর আগে সৌরজগত গঠনের সময় তৈরি হয়েছে। তারা বলছেন, উল্কাপিণ্ডটি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে একটি মূল্যবান সম্পদ।
উল্লেখ্য, ১৮৯৮ সালে চীনের এ অঞ্চল থেকে ২৮ টনি একটি উল্কাপিণ্ড পাওয়া গিয়েছিলো। এছাড়া ৬০ টন ওজনের বৃহত্তম উল্কাটি পাওয়া গিয়েছিলো নামিবিয়ায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম