পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে চর মুক্তারপুরের কাছে এম ভি আল-মদিনা নামের লঞ্চটি ডুবে যায়। চাঁদপুরের মতলব থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল লঞ্চটি।
সাঁতরে তীরে ওঠা লঞ্চের যাত্রী নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চর মুক্তারপুরের কাছে একটি তেলেবাহী কার্গো পেছন থেকে তাদের লঞ্চকে ধাক্কা দিলে সেটি কাত হয়ে ডুবে যায়।
তিনি জানান, লঞ্চে প্রায় দুইশ যাত্রী ছিল। ষাটনল থেকে লঞ্চে উঠে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন নুরুজ্জামান।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত পরিচয় এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর।
ওসি জানান, কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই উঠতে পারেননি। তাদের ভাগ্যে কি ঘটেছে এই মুহূর্তে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
লঞ্চে কতো জন যাত্রী ছিলেন- তাও নিশ্চিত করতে পারেননি তিনি।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, উদ্ধারকারী জাহাজ তলব করা হয়েছে। তবে এখনও উদ্ধার কাজ শুরু হয়নি।
বিডিনিউজ টোয়েনিস্টফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১০০ ঘ.
0 comments:
Post a Comment