
ছানাদের দুধ খাওয়াচ্ছে তেগন
রয়টার্স
এই গবেষণাবিষয়ক নিবন্ধ আন্তর্জাতিক সাময়িকী জেনেসিস-এ প্রকাশিত হয়েছে। গত বুধবার দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়নহ্যাপ থেকে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির (এসএনইউ) গবেষক দল ২০০৯ সালে তেগন নামের একটি স্ত্রী কুকুরের জন্ম দেন। জেনেটিক্যালি মডিফাইড (জিনগতভাবে পরিবর্তিত) তেগনের শরীরে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হলে অতিবেগুনি রশ্মিতে এর থাবা থেকে উজ্জ্বল সবুজ আলো বের হয়। কুকুরের ভেতর নির্দিষ্ট কিছু রোগের ক্ষেত্রে এই জ্বলজ্বলে আলো দেখা যাবে। আবার একটি বিশেষ ওষুধ খাওয়ালে ওই আলো চলে যায়। স্বাভাবিক খাবারের সঙ্গে তেগনের শরীরে এসব ওষুধ প্রয়োগ করা যায়।
গবেষকদের তথ্যমতে, মানুষ ও কুকুরের ২৬৮টি রোগ একই রকম। কাজেই অভিন্ন জটিল কিছু রোগের ক্ষেত্রে কুকুরটি যখন এই সবুজ সংকেত দেবে, তখন এসব রোগের চিকিৎসাপদ্ধতি বের করার চেষ্টা চালাবেন গবেষকেরা। সাফল্যের সূত্র ধরে পরবর্তী সময়ে এসব রোগের চিকিৎসাপদ্ধতি মানুষের বেলায়ও অনুসরণ করা যাবে। রয়টার্স।প্রথম আলো