ডট কম
ডট কম, ডট গভ অথবা ডট বিডির দিন শেষ হতে যাচ্ছে।
পছন্দমতো লেখা যাবে গুড ডট ফুড, ফেস ডট বুক, প্রথম ডট আলো অথবা ইচ্ছামতো যেকোনো ডোমেইন নেম। থাকবে না কোনো
বাধ্যবাধকতা বা নিয়ম।
বার্তা সংস্থা রয়টার্স এক খবর জানিয়ে লিখেছে, ইন্টারনেট ডোমেইন প্রদানকারী প্রতিষ্ঠান আগামী বছরের ১২ জানুয়ারি থেকে প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ ডোমেইন পরিবর্তনের আবেদনপত্র গ্রহণ করবে। আর ২০১২ সালের পরই শুরু হবে ডোমেইন নেমের এই উন্মুক্ত সুবিধা। ডোমেইন নেমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজের ইচ্ছামতো যেকোনো শব্দ দিতে পারবে। সিঙ্গাপুরে আইসিএএনএনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক খবর জানিয়ে লিখেছে, ইন্টারনেট ডোমেইন প্রদানকারী প্রতিষ্ঠান আগামী বছরের ১২ জানুয়ারি থেকে প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ ডোমেইন পরিবর্তনের আবেদনপত্র গ্রহণ করবে। আর ২০১২ সালের পরই শুরু হবে ডোমেইন নেমের এই উন্মুক্ত সুবিধা। ডোমেইন নেমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজের ইচ্ছামতো যেকোনো শব্দ দিতে পারবে। সিঙ্গাপুরে আইসিএএনএনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ সম্পর্কে ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারসের (আইসিএএনএন) চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি, ইন্টারনেট জগতে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। পরবর্তী প্রজন্মের সৃজনশীলতা ও অনুপ্রেরণার জন্য এটা একটি প্ল্যাটফর্ম।’
যদিও কয়েকজন এর বিরোধিতা করেছেন। কারণ বিষয়টি উন্মুক্ত থাকলে কেই নািস ডট কমের মতো স্পর্শকাতর ডোমেইন নেম ব্যবহার করতে পারে।
0 comments:
Post a Comment