সমস্যা: আমার বয়স ১৬। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ওজন ৫৪ কেজি। বেশ কিছুদিন ধরে আমার বাঁ হাতের আঙুলের নখগুলো আর মসৃণ নেই। নখগুলো দেখলে মনে হয় গর্ত গর্ত, উঁচু নিচু। ডান হাতেও আছে, কিন্তু বাঁ হাতের চেয়ে কম।
এই সমস্যা আমার পায়েও আছে। তবে বুড়ো আঙুলে বেশি। এর কারণ ও প্রতিকার জানালে কৃতজ্ঞ থাকব।
রাহাত হাসান
তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
এই সমস্যা আমার পায়েও আছে। তবে বুড়ো আঙুলে বেশি। এর কারণ ও প্রতিকার জানালে কৃতজ্ঞ থাকব।
রাহাত হাসান
তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
পরামর্শ: না দেখে সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। কারণ, কয়েকটি নখের রোগ একই রকম দেখতে হয়। আপনার বর্ণনা শুনে মনে হলো, হয়তো সোরিয়াসিস নেইল অথবা লাইক্যাল প্লানেসজাতীয় নখের রোগ হতে পারে। তবে আপনার বর্ণনানুযায়ী, ফাঙ্গাসজাতীয় রোগ মনে হচ্ছে না। তার পরও নেইল স্ক্র্যাপিং করে ফাঙ্গাস আছে কি না দেখে নিতে পারেন। দ্বিতীয়ত, নেইল বায়োপসি করে সোরিয়াসিস নেইল অথবা লাইক্যাল প্লানেসজাতীয় নখের রোগ কি না সেটাও নির্ণয় করা সম্ভব। পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। তাতে করে উপকৃত হবেন বলে আশা করি।
পরামর্শ দিয়েছেন সৈয়দ আফজালুল করিম
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো
0 comments:
Post a Comment