* জীবনাচরণ সম্পর্কে সচেতন থাকতে হবে; যেমন_স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা করা উচিত। সুস্থ জীবনাচরণ শারীরিক শক্তি ও মানসিক উদ্দীপনা বৃদ্ধির জন্য সহায়ক।
* বিষণ্ন্নতার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আগেই বলা হয়েছে, টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে পুরুষের কর্মস্পৃহা, মানসিক উৎসাহ-উদ্দীপনা অনেক কমে যায়। এ ছাড়া বিষণ্নতার কারণে অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়, নিঃসঙ্গ থাকতে পছন্দ করেন এবং সামাজিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেন।
armsekran@yahoo.com
0 comments:
Post a Comment