বচ্চন পরিবার খুশির জোয়ারে ভাসলেও মুখ বেজার পরিচালক-প্রযোজকদের। পরিচালক মধুর ভান্ডারকর ও রাজকুমার সন্তোষির হিরোইন ও লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ছবি দুটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঐশ্বরিয়া। হিরোইন ছবির শুটিং চলছে। অন্যটির শুটিং অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। এখন ছবি দুটির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে শঙ্কিত নির্মাতারা। তবে ঐশ্বরিয়া আশ্বস্ত করেছেন, যত দ্রুত সম্ভব হিরোইন ছবির কাজ শেষ করে লম্বা ছুটিতে যাবেন তিনি।
এদিকে অমিতাভের ঘনিষ্ঠ জ্যোতিষী ও সংখ্যাতত্ত্ববিদ ভাবিক সাংভি গণনা করে বুধবার জানিয়ে দেন, ঐশ্বরিয়া নাকি যমজ কন্যার মা হবেন! গত নভেম্বর মাসে সাংভি বলেছিলেন ২০১১ সালে মা হবেন ঐশ্বরিয়া রাই। ওয়েবসাইট।
0 comments:
Post a Comment