l ধারণা করে হয়, ১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়।
l আবার সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথায়ও পিতৃদিবসের আইডিয়া আসে।
ডড এই আইডিয়া পান গির্জার পুরোহিতের এক বক্তব্য থেকে। পরের বছর অর্থার্যা ১৯ জুন ১৯১০ সালে সম্পূর্ণ নিজ উদ্যোগে তিনি বাবা দিবস পালন শুরু করেন।
l ওই সময় বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে বাবা দিবস পালিত হতো। আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উর্যাসাহ দেখাত বাবা দিবস নিয়ে মোটেও তেমনটা দেখাত না।
l ধীরে ধীরে অবস্থা পাল্টায়, ১৯১৩ সালে আমেরিকান সংসদে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়।
l ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন আমেরিকায় বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করেন।
l বাবা দিবস উদ্যাপনের ক্ষেত্রে দেশভেদে ভিন্নতা পরিলক্ষিত হয়। সাধারণত ছেলেমেয়েরা বাবাকে কার্ড বা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।
l গত বছর বাবা দিবস উপলক্ষে শুধু আমেরিকাতেই ৯৫ মিলিয়ন কার্ড বিলানো হয়।
ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম প্রথম আলো
0 comments:
Post a Comment