ভারতের কর্ণাটক রাজ্যের মহীশুর শহরের ব্যস্ত সড়কে গাড়ির সঙ্গে বুনো হাতির গা ঘেঁষাঘেঁষি
এএফপি
ভারতের কর্নাটক রাজ্যের মহীশুরে গতকাল বুধবার দুটো বুনো হাতি ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এদের একটির পায়ের নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তবে শেষ পর্যন্ত হাতি দুটিকে ধরা হয়েছে। গতকাল রাতে তাদের বনে ছেড়ে দেওয়া হয়।
কর্নাটক রাজ্যের উচ্চশিক্ষা-বিষয়কমন্ত্রী এস এ রামদাস এএফপিকে বলেছেন, ৩৫ কিলোমিটার দূরের জঙ্গল থেকে আসা হাতি দুটি ভোর ছয়টার দিকে শহরের ভেতর ঢুকে তাণ্ডব শুরু করে। তারা সামনে পড়া সবকিছু লণ্ডভণ্ড করতে থাকে। জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি তাদের সামনে পড়ে যান। একটি হাতি তাঁকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কর্নাটক রাজ্যের উচ্চশিক্ষা-বিষয়কমন্ত্রী এস এ রামদাস এএফপিকে বলেছেন, ৩৫ কিলোমিটার দূরের জঙ্গল থেকে আসা হাতি দুটি ভোর ছয়টার দিকে শহরের ভেতর ঢুকে তাণ্ডব শুরু করে। তারা সামনে পড়া সবকিছু লণ্ডভণ্ড করতে থাকে। জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি তাদের সামনে পড়ে যান। একটি হাতি তাঁকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রামদাস জানান, খবর পেয়ে মহিশুর চিড়িয়াখানা থেকে কর্মীরা এসে হাতি দুটিকে ধরে ফেলে এবং শান্ত করতে সমর্থ হয়। তিনি জানান, গতকাল রাতেই তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসার কথা।
একজন কর্মকর্তা বলেছেন, হাতিদের চারণভূমি দখল করে অবাধে খামার ও বসতি গড়ে তোলার কারণে বুনো হাতি জনপদে নেমে আসছে। এএফপি।
প্রথম আলো
0 comments:
Post a Comment