১লা মে (১০.১ বিলিয়ন বছর): আকাশগঙ্গা ছায়াপথের উদ্ভব
৯ই সেপ্টেম্বর (৪.৭ বিলিয়ন বছর): সৌর জগতের উৎপত্তি
১৪ই সেপ্টেম্বর (৪.৫ বিলিয়ন বছর): পৃথিবী গঠন
২৫শে সেপ্টেম্বর (প্রায় ৪ বিলিয়ন বছর): বর্তমান তথ্যমতে পৃথিবীর প্রাচীনতম শিলার গঠন
২রা অক্টোবর (৩.৭ বিলিয়ন বছর): পৃথিবীতে জীবনের উদ্ভব
৯ই অক্টোবর (৩.৫ বিলিয়ন বছর): জানামতে প্রাচীনতম জীবাশ্ম গঠিত হয়। সেটা ব্যাক্টেরিয়া ও নীলাভ সবুজ শৈবালের।
১লা নভেম্বর (প্রায় ২.৫ বিলিয়ন বছর): মাইক্রো অর্গানিজমগুলো যৌনক্রিয়া আবিষ্কার করে
১২ই নভেম্বর (২.১ বিলিয়ন বছর): সালোকসংশ্লেষী উদ্ভিদের প্রাচীনতম জীবাশ্ম গঠন
১৫ই নভেম্বর (১.৯ বিলিয়ন বছর): সুকেন্দ্রিক কোষ গঠন। এরাই প্রথম নিউক্লিয়াসবিশিষ্ট কোষ
৫ (১.১ বি): মঙ্গল গ্রহে বিপুল পরিমাণ অগ্ন্যুৎপাত এবং প্রণালীর উৎপত্তি
১৬ (৬৫৮ মিলিয়ন): প্রথম কেঁচো
১৭ (৬১৬ মি): প্রিক্যাম্বিয়ান যুগের সমাপ্তি। প্যালিওজোয়িক যুগ ও ক্যামব্রিয়ান পর্যায়ের সূচনা। অমেরুদণ্ডী প্রাণী বিকশিত হতে থাকে
১৮ (৫৭৫ মি): প্রথম মহাসাগরীয় প্ল্যাংকটন। ট্রাইলোবাইট বিকশিত হয়
১৯ (৫৩৪ মি): অর্ডোভিসিয়ান পর্যায়। প্রথম মাছ ও প্রথম মেরুদণ্ডীর জন্ম
২০ (৪৯৩ মি): সিলুরিয়ান পর্যায়। প্রথম ভাস্কুলার উদ্ভিদ। উদ্ভিদকূল ভূপৃষ্ঠে উপনিবেশ স্থাপন শুরু করে
২১ (৪৫২ মি): ডেভোনিয়ান পর্যায় শুরু। প্রথম পোকা। প্রাণীকূল ভূপৃষ্ঠে উপনিবেশ স্থাপন শুরু করে
২২ (৪১১ মি): প্রথম উভচর। প্রথম পাখাবিশিষ্ট পোকামাকড়
২৩ (৩৭০ মি): কার্বনিফেরাস পর্যায়। প্রথম বৃক্ষ, প্রথম সরীসৃপ
২৪ (৩২৯ মি): পার্মিয়ান পর্যায় শুরু। প্রথম ডাউনোসর
২৫ (২৮৮ মি): প্যালিওজোয়িক যুগ শেষ। মেসোজোয়িক যুগ শুরু
২৬ (২৪৭ মি): ট্রায়াসিক পর্যায়। প্রথম স্তন্যপায়ী
২৭ (২০৫ মি): জুরাসিক পর্যায়। প্রথম পাখি
২৮ (১৬৪ মি): ক্রিটাশিয়াস পর্যায়। প্রথম ফুল। ডাউনোসর বিলুপ্ত হয়ে যায়
২৯ (১২৩ মি): মেসোজোয়িক যুগের সমাপ্তি। সেনোজোয়িক যুগ ও টার্শিয়ারি পর্যায়ের সূচনা। প্রথম সিটাশিয়ান। প্রথম প্রাইমেট
৩০ (৮২ মি): প্রাইমেটের মস্তিষ্কের ফ্রন্টাল লোবে আদি বিবর্তন শুরু হয়। প্রথম হোমিনিড। দানবকার স্তন্যপায়ী বিকশিত হয়।
৩১ (৪১ মি): প্লায়োসিন পর্যায়ের সমাপ্তি। কোয়াটেনারি (প্লাইস্টোসিন ও হোলোসিন) পর্যায়। প্রথম মানুষ
রাত ১০:৩০ (২.৭ মি): প্রথম মানুষ
১১:০০ (১.৮ মি): পাথরের অস্ত্রের ব্যাপক ব্যবহার শুরু
১১:৪৬ (৪২০ হাজার বছর পূর্বে): পিকিং মানবেরা আগুনের ব্যবহার শিখে
১১:৫৬ (১২০ হা): সাম্প্রতিকতম তুষার পর্যায়ের সূচনা
১১:৫৮ (৬০ হা): সমুদ্রত্রীরা অস্ট্রেলিয়াতে বসতি স্থাপন করে
১১:৫৯ (৩০ হা): ইউরোপে বিপুল পরিমাণ গুহাচিত্র অংকিত হয়
১১:৫৯:২০ (২০ হা): কৃষিকাজ আবিষ্কার
১১:৫৯:৩৫ (১২,৫০০ বছর পূর্বে): নিওলিথিক সভ্যতা। প্রথম শহর
১১:৫৯:৫০ (৫০০০): সুমের, এবলা এবং মিশরে প্রথম রাজত্ব বিস্তার। জ্যোতির্বিজ্ঞান চর্চার সূচনা
১১:৫৯:৫১ (৪৫০০): বর্ণমালা উদ্ভাবন। আক্কাডিয়ান সম্রাজ্য
১১:৫৯:৫২ (৪০০০): ব্যাবিলনে হাম্মুরাবীয় আইনগত সংকেতের উদ্ভব। মিশরে মধ্য সম্রাজ্য
১১:৫৯:৫৩ (৩৫০০): ব্রোঞ্জ যুগে ধাতব বিদ্যার উদ্ভব। মাইসেনিয়ান সংস্কৃতি। ট্রোজান যুদ্ধ, ওলমেক সংস্কৃতি। কম্পাস আবিষ্কার
১১:৫৯:৫৪ (৩০০০): লৌহ ধাতব বিদ্যার সূচনা। প্রথম অ্যাসিরিয়ান সম্রাজ্য, ইসরায়েল সম্রাজ্যের পত্তন। ফিনিসীয়রা কার্থেজ নগরী গড়ে তোলে।
১১:৫৯:৫৫ (২৫০০): ভারতে সম্রাট অশোকের রাজত্ব। চীনে চিন রাজবংশের রাজত্ব। অ্যাথেন্সে পেরিক্লিয়ান যুগ। বুদ্ধের জন্ম
১১:৫৯:৫৬ (২০০০): ইউক্লিডীয় জ্যামিতি, আর্কিমিডীয় পদার্থবিজ্ঞান, টলেমীয় জ্যোতির্বিজ্ঞান, রোমান সম্রাজ্য। যীশু থ্রিস্টের জন্ম।
১১:৫৯:৫৭ (১৫০০): ভারতীয় বীজগণিতে শূন্য এবং দশমিক সংখ্যা উদ্ভাবন। রোমের পতন, মুসলিমদের রাজত্ব বিস্তার
১১:৫৯:৫৮ (১০০০): মায়া সভ্যতা। চীনে সুং রাজবংশের রাজত্ব, বাইজান্টাইন সম্রাজ্য, মোঙ্গল আগ্রাসন, ক্রুসেড।
১১:৫৯:৫৯ (৫০০ বছর পূর্বে): ইউরোপে রেনেসাঁ। ইউরোপ এবং চীনের মিং রাজবংশের অধীনে ভৌগলিক আবিষ্কারমূলক অভিযান। বিজ্ঞানে পরীক্ষামূলক পদ্ধতির উদ্ভব
কার্ল সেগানের "দ্য ড্রাগন্স অফ এডেন" (১৯৭৭) বইয়ে এই মহাজাগতিক বর্ষপঞ্জি উপস্থাপিত হয়। বইটিতে মহাজাগতিক বর্ষপঞ্জি নামে একটি পৃথক অনুচ্ছেদ রয়েছে। এই বইটি নন-ফিকশন ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিল।
১৯৮০ সালে সেগান "কসমস:আ পার্সোনাল ভয়েজ" নামে এটি টিভি সিরিজ করেন। এই সিরিজের প্রথম পর্বেই ভিডিওচিত্রের মাধ্যমে মহাজাগতিক বর্ষপঞ্জি তুলে ধরেন।
উপরের ছবিটি অনেক ছোট হওয়ায় দেখা যাচ্ছে না। বর্ষপঞ্জিটি দেখতে হলে এখানে ক্লিক করুন।
বর্তমানে মহাবিশ্বের ইতিহাস আরও বিস্তারিত জানা গেছে। তাই অনেক সমৃদ্ধ মহাজাগতিক বর্ষপঞ্জি নির্মাণ করা সম্ভব। বেশ কিছু বর্ষপঞ্জি তৈরীও করা হয়েছে। ভবিষ্যতে এমন একটি বিস্তৃত বর্ষপঞ্জি উপহার দেয়ার ইচ্ছা আছে।
0 comments:
Post a Comment