মৌলবী আব্দুল গফুরকে লেখা নজরুলের পত্র
জধহরমধহম
গড়ংষবস ঐড়ংঃবষ
২৩.৭.১৭
জধহরমধহম
গড়ংষবস ঐড়ংঃবষ
২৩.৭.১৭
পাক জোনাবেষু,
আদাব কোর্নোশাৎ হাজার হাজার পাক জোনাবে প’হুছে। বাদ আরজ, ইতঃপূর্বে খাদেম আপনাকে ২ খানা পত্র বর্দ্ধমানের ঠিকানায় লিখিয়াছিল, কিন্তু বড়ই দুঃখের বিষয়, কোনও উত্তর পাই নাই। পড়াশুনা মন্দ হয় নাই। বোর্ডিং অবস্থা মাঝামাঝি। সকলেই ভাল।
আদাব কোর্নোশাৎ হাজার হাজার পাক জোনাবে প’হুছে। বাদ আরজ, ইতঃপূর্বে খাদেম আপনাকে ২ খানা পত্র বর্দ্ধমানের ঠিকানায় লিখিয়াছিল, কিন্তু বড়ই দুঃখের বিষয়, কোনও উত্তর পাই নাই। পড়াশুনা মন্দ হয় নাই। বোর্ডিং অবস্থা মাঝামাঝি। সকলেই ভাল।
রমজান শাহের পিতা শুরুৎ শাহের নিকট আপনি যে ছয় টাকার মান্তা হইয়াছিলেন, তন্মধ্যে কেবল ২ টাকা সে আপনাকে দিয়াছিল। বাকী ৪ টাকা আপনি চলিয়া যাইবার সময় আমার নামে চাপাইয়া দিয়াছিলেন এবং লিখাইয়াও লইয়াছিলেন। আমি জানি যে, সে চারি টাকা আপনি রমজানের হিসাবে চাপান নাই। তথাপি শুরুৎ শাহ্ বলিতেছে, ‘মৌলভী সাহেব তোমার টাকা চারিটি রমজানের হিসাবে চাপাইয়া দিয়াছেন। তুমি পাইবার কে?’ আমি তাহাকে বিশেষ করিয়া বুঝাইয়া দিলেও সে বুঝিতেছে না, শেষে সে বলিতেছে, ‘যদি মৌলভী সাহেব লিখিয়া দেন যে তাহা রমজানের হিসাবে চাপান নাই তাহা হইলে আমি টাকা দিতে স্বীকৃত আছি।’ আপনি পুনরায় যখন টাকার জন্য এখানে আসেন তখনও বলিয়া যান যে, সে টাকা রমজানের টাকা হইতে কাটিয়া লই নাই। তথাপি সে বুঝিবে না। অতএব মেহেরবানীপূর্বক অপর কার্ডে স্পষ্ট করিয়া লিখিয়া দিয়া বাধিত করিবেন যে, রমজানের টাকা হইতে বা তাহার হিসাবে আমার টাকা কাটিয়া লন নাই। নতুবা এ গরীবের টাকা কয়টি অনর্থক যায়। আশা করি, আমায় পত্রপাঠ স্পষ্ট করিয়া জানাইয়া বাধিত করিবেন। পত্রের আশায় রহিলাম।
আজকাল কি করিতেছেন ও কোথায় আছেন জানাইবেন। পাক জোনাবে আরজ। ইতি_
খাদেম
নজরুল এস্লাম
0 comments:
Post a Comment