বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন একবার তার নিজের নাম ভু্লে গিয়েছিলেন । ট্যাক্স জমা
দেয়ার জন্য কোট হাউজে গিয়ে তিনি কিছুতেই নিজের নাম মনে করতে পারছিলনা । এমন সময় তার এক প্রতিবেশী তাকে দেখে বলে ওঠেন, 'আরে টমাস আলভা এডিসন না ? তখন তার নিজের নাম মনে পড়ে ।আইনস্টাইন
আইনস্টাইন একবার এক হোটলে যাওয়ার সময় ভু্লে বাড়িতে চশমা ফেলে গেছেন । হোটেলের বেয়ারা তাকে মেনু দিলে চশমা ছাড়া সেটা পড়তে না পেরে পাশের এক লোককে ডেকে বললেন, 'দয়া করে আমার জন্য মেনুটা একটু পড়ে দেবেন ?' লোকটি বলল, আপনার মতো আমিও পড়তে পারি না ।



0 comments:
Post a Comment