থাকে। কলকের নিচের অংশে বিশেষ তরল পদার্থ থাকে, উপরিভাগে থাকে কলকে। এ কলকেতেই সিসার উপাদান দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, মোগল আমল থেকেই সিসার প্রচলন চলে আসছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষ করে দুবাইয়ে এর প্রচলন বেশি। অভিজাত এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় সিসা লাউঞ্জ গড়ে উঠছে। বার ও ক্লাব ছাড়াও চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে সিসা লাউঞ্জ গড়ে উঠছে।
0 comments:
Post a Comment