অস্ট্রিয়ার এক যুগল নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কি করলে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি অভিনব এবং স্মরণীয় হয়ে থাকবে সেটা ভেবে পাচ্ছিলেন না। অবশেষে অনেক মাথা ঘামানোর পর একটা উপায় তাদের মাথায় আসে। তাদের এ অভিজ্ঞতা যেমনি অদ্ভুত তেমনি অভাবনীয়। অনেক ভেবেচিন্তে মেলানি স্কনার (২৬) এবং রেনে স্কনার (৩১) অবশেষে ঠিক করেছেন নগ্ন হয়েই তারা বিয়ের আসরে উপস্থিত হয়ে নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখবেন। যেমন ভাবা তেমনি কাজ। দু’জনে নগ্ন অবস্থাতেই অস্ট্রিয়ার ফেল্ডকিরচেনের বিয়ে রেজিস্ট্রি অফিসে হাজির হয়েছেন। পরিবারের সদস্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সবার সামনে এ যুগল নগ্ন অবস্থাতেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে পাশের একটি ক্যাসেলে বিবাহ-উত্তর সংবর্ধনাতে যোগ দিয়েছিলেন।



0 comments:
Post a Comment