তবে, চট্টগ্রামে কালবৈশাখী ঝড়ে বর্ষবরণ অনুষ্ঠানে ছন্দপতন ঘটেছে..
আজ সকাল সাড়ে অাটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হয়। সঙ্গে প্রচণ্ড বেগে বাতাস ও বজ্রপাত ছিল। এ সময় নগরের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা বন্ধ হয়ে পড়ে। এ ছাড়া সিআরবি এলাকায়ও বর্ষবরণ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। অবশ্য পরে বৃষ্টি বন্ধ হলে অনুষ্ঠান যথারীতি শুরু হয়। এখন আবহাওয়া ভালো রয়েছে। বৃষ্টির পর আবার রোদ উঠেছে।
বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নগরে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন পরিষদের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়।
0 comments:
Post a Comment