শ্রদ্ধেয় প্রিন্সিপাল ইব্রাহিম খান সাহেব!
আমাদের আশি বছরে নাকি স্রস্টা ব্রহ্মার একদিন।আমি অত বড় স্রস্টা না হ’লেও স্রস্টা তো বটে,তা আমার সে-সৃষ্টির যত ক্কখুদ্র পরিধিওই হোক।কাজেই আমার একটা দিন অন্ততঃ তিনটে বছরের কম যে নয়, তা অন্য কেউ বিশ্বাস করুক চাই না করুক, আপনি নিশ্চয় করবেন।
আপনার ১৯২৫ সালের লেখা চিঠির উত্তর দিচ্ছি ১৯২৭ সালে আয়ু যখন ফুরিয়ে এসেছে তখন!
এমন ও হতে পারে,১৯২৭-এর সাথে সাথে হয়ত বা আমার ও আয়ু ফুরিয়ে এসেছে-তাই আমি আমার ও অজ্ঞাতে কোনো অনির্দ্দেশের ইঙ্গিতে আমার শেষ বলা বলে যাচ্ছি আপনার চিঠির উত্তর দেয়ার সুযোগে!কেননা,আমি এই তিন বছরের মধ্যে কারুর চিঠির উত্তর দিয়েছি,এত বড় বদনাম আমার শত্রুতেও দিতে পারবেনা-বন্ধুরা ত নয়ই।অবশ্য,আয়ু আমার ফুরিয়ে এসেছে-এ সুসংবাদটা উপভোগ করার মত সৎসাহস আমার নেই,বিশ্বাসও হয়ত করিনে;কিন্তু আমারই–












0 comments:
Post a Comment