দু-তিন মালিশ করার ফলে ব্যাথা কমে যাবে৷ যারা আর্থারাই টিসের সমস্যায় ভুগছেন তারা সকাল সন্ধ্যে এক কাপ গরম জলের মধ্যে দু চামচ মধু আর দারচিনি গুড়ো মিশিয়ে খান উপকার পাবেন৷
পেটের জন্য দারচিনি আর মধু ভীষণ উপকারি৷ পেটে ব্যাথা হলে দারচিন-মধু খান ব্যাথা কমে যাবে৷ অপরদিকে অ্যাসিডিটিও দূর হয়ে যাবে৷
0 comments:
Post a Comment