
নাসার শিল্পীর চোখে কেপলার-টেনবি গ্রহ
গত মঙ্গলবার কেপলার-টেনবি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেন বিজ্ঞানীরা। নাসার কেপলার নভোবীক্ষণযন্ত্রের মাধ্যমে গ্রহটি শনাক্ত করা হয়েছে। পৃথিবী থেকে ৫৬০ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এর আকার পৃথিবীর চেয়ে ১ দশমিক ৪ গুণ বড়। গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা দুই হাজার ৪০০ ডিগ্রি ফারেনহাইট। গ্রহটি তার নক্ষত্রের খুব কাছে অবস্থিত বলেই সেখানে এত বেশি তাপমাত্রা। তাই সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও খুব ক্ষীণ।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির শিক্ষক জেফরি মার্সি বলেন, ‘মানব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এই ঘটনা। আমাদের এ যাবৎ সন্ধান পাওয়া গ্যাসেভরা গ্রহ ও পৃথিবীর মধ্যে এক ধরনের যোগসূত্র হিসেবে কাজ করতে পারে কেপলার-টেনবি। আমাদের গ্রহের মতো গ্রহের অনুসন্ধানের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই কেপলার-টেনবির সন্ধান পাওয়ার ঘটনা।’ সূত্র: দৈনিক প্রথম আলো।