চাঁদের উত্তর মেরুতে বরফের সন্ধান
বিজ্ঞানীরা। নাসার মিনি-সার নামের ওই অনুসন্ধানে ৪০টির বেশি বরফখণ্ড শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা এই বরফখণ্ডগুলোয় হাইড্রোকার্বনসহ বিভিন্ন যৌগের সন্ধান পেয়েছেন।৪১তম লুনার অ্যান্ড প্লানেটারি সায়েন্স কনফারেন্সে এসব তথ্য উপস্থাপন করা হয়। হিউস্টনের লুনার অ্যান্ড প্লানেটারি ইনস্টিটিউটের মিনি-সার গবেষণা প্রকল্পের প্রধান বিজ্ঞানী পল স্পুডিস বলেন, নাসার হিসাব অনুযায়ী, সেখানে (চন্দ্র মেরুতে) কমপক্ষে ৬০ কোটি মেট্রিকটন ‘ওয়াটার আইস’ (পানি বরফ) রয়েছে। এগুলোর বেশির ভাগ অংশই বিশুদ্ধ বরফ পানি। এই বরফ সম্ভবত কয়েক হাজার সেন্টিমিটার ‘ড্রাই রেগোলিথ’ (চন্দ্রমাটি) দিয়ে ঢাকা রয়েছে, যে কারণে সূর্যালোকিত চন্দ্রপৃষ্ঠে থাকা বরফখণ্ডগুলোও বাষ্পে পরিণত হয়নি।
বিজ্ঞানী পল স্পুডিস বলেন, ‘এখন আমরা বেশ আস্থার সঙ্গেই বলতে পারি, চাঁদে মানববসতি স্থাপনের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। এই অভিযানের পাওয়া তথ্য চাঁদ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে।’ ২০০৮ সালে মনুষ্যবিহীন চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে ভারত। ওই যানের সঙ্গে মিনি-সার রাডার যুক্ত করে দেওয়া হয়েছিল। গত বছর চাঁদের অন্ধকার অংশের মানচিত্র তৈরি করার কাজ করে মিনি-সার। এর আগে ভারতীয় বিজ্ঞানীরাও চাঁদে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন।
এ ছাড়া নাসার এলক্রস অভিযানেও চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বরফ ও বাষ্পীয় পানির সন্ধান মিলেছে। সংস্থার অ্যামেস রিসার্চ সেন্টারের প্রধান বিজ্ঞানী অ্যান্থনি কোলাপরেটে বলেন, ‘চাঁদে বিশুদ্ধ বরফ, বাষ্প ইত্যাদি নানা রূপে পানির অস্তিত্বের সন্ধান মিলেছে সেখানে।’ বিবিসি, এএফপি, পিটিআই।
0 comments:
Post a Comment