যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদেরা আশঙ্কা করছেন, এ সৌরঝড়ের কবলে পড়ে বিকল হয়ে পড়তে পারে বিদ্যুত্ ব্যবস্থা, স্যাটেলাইট এমনকি বিমান চলাচল ব্যবস্থাও। এ ঝড়ের ফলে চার্জিত কণার নির্গমন সবচেয়ে ক্ষতির কারণ হতে পারে। তবে আকাশ পরিষ্কার থাকলে উত্তর মেরুতে মেরুপ্রভা দেখা যাবে বলেও জানিয়েছেন গবেষকেরা।
গবেষকেরা জানিয়েছেন, সূর্যে এখন আবহাওয়া চক্রের সক্রিয় দশা চলছে। বর্তমান দশাকে বলা হচ্ছে, ‘সোলার সাইকেল ২৪।’ ২০১৩ সালে চূড়ান্ত সক্রিয় হবে এ চক্রটি।
prothom-alo
0 comments:
Post a Comment