ফ্রান্সের সেন্টার ফর রিসার্চ ইন এপিডেমিওলজি অ্যান্ড পপুলেশন হেলথ এবং ইউনিভার্সিটি লন্ডন কলেজের একদল গবেষক এ গবেষণা করেন। এতে নেতৃত্ব দেন অর্চনা সিং মানো।
১৯৯৭ সাল থেকে শুরু হওয়া ১০ বছর মেয়াদি ওই গবেষণায় পাঁচ হাজার ১৯৮ জন পুরুষ ও দুই হাজার ১৯২ জন নারীর মস্তিষ্কের কার্যক্ষমতা পর্যবেক্ষণ করা হয়। স্বেচ্ছায় গবেষণায় অংশ নেওয়া এসব ব্যক্তি লন্ডনের সরকারি চাকরিজীবী। ৪৫ থেকে ৭০ বছরের মধ্যে তাঁদের বয়স।
গবেষণা চলাকালে ১০ বছরে ওই ব্যক্তিদের স্মৃতিশক্তি, শব্দভান্ডার, শ্রবণ ও দৃষ্টিশক্তি তিনবার পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, ৪৫ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মস্তিষ্কের কার্যক্ষমতা ৩ দশমিক ৬ শতাংশ এবং ৬৫ থেকে ৭০ বছর বয়সী পুরুষদের মস্তিষ্কের কার্যক্ষমতা ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। একইভাবে ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মস্তিষ্কের কার্যক্ষমতা ৩ দশমিক ৬ শতাংশ এবং ৬৫ থেকে ৭০ বছর বয়সী নারীদের মস্তিষ্কের কার্যক্ষমতা ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। এএফপি।
0 comments:
Post a Comment